খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: পুলওয়ামা হামলার পরে একাধিক ভুয়া ছবি ও ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷ এমনকী শহিদ জওয়ানদের জাতি ও ধর্মের ভিত্তিতে ভাগ করে নামের একটি তালিকাও প্রকাশিত হয়েছে৷ এসবের পরেই মুখ খুলল বিশ্বের বৃহত্তম আধাসামরিক বাহিনী, সিআরপিএফ৷
শুক্রবার ট্যুইটারে এই বিষয়ে একটি পোস্ট করেন সিআরপিএফের প্রধান মুখপাত্র৷ পোস্টটিতে বলা হয়েছে, সিআরপিএফের সদস্য যারা, তারা কোনও জাত বা ধর্মে বিশ্বাসী নন৷ তাঁরা সবাই ভারতীয়৷ সেই ভারত মাতার সন্তান হিসেবে দেশের জন্য কাজ করেন তাঁরা৷
We in CRPF identify ourself as Indians. Not more, not less. This pathetic divisiveness of caste, color, and religion doesn't exist in our blood. You should strictly refrain from insulting all the martyrs. They are not statistics for your demeaning and meaningless write-up. https://t.co/SOlRUwF878
— Moses dhinakaran (@dhinakaran1464) February 22, 2019
শুক্রবার এই পোস্টটি করেন সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ট্যুইট করে জানান, সিআরপিএফ কোন জাত ধর্মের ভিত্তিতে ভাগ হয় না৷ এখানে আমরা সবাই ভারতীয়৷ আমাদের রক্তে কোনও ভেদাভেদ নেই৷
তিনি আরও বলেন এই ধরণের ভুয়ো তথ্যের মোকাবিলা কড়া হাতে করা উচিত৷ যাতে কোনও গুজব না ছড়ায়৷ শহিদদের প্রতি সম্মান জানানোর এও এক বড় উপায় বলে মতপ্রকাশ করেন তিনি৷ এর আগেই অবশ্য সিআরপিএফের পক্ষ থেকে ভুয়ো ছবি প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়৷ জানানো হয় এই ধরণের ভুয়ো তথ্য ও ভুয়ো ছবিকে কোনওভাবেই সিআরপিএফ মেনে নেবে না৷ এই ঘটনায় শহিদদের অসম্মান করা হচ্ছে৷
এমনকী কাশ্মীরি ছাত্র ছাত্রীদের ওপর সারা দেশে যে অত্যাচার ও নিগ্রহ চলছে, সেই সব ঘটনাও মিথ্যা প্রচার বলে এদিন জানিয়েছে সিআরপিএফ৷
খবর২৪ঘণ্টা, জেএন