খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনার কারণে সব খেলাধুলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়ে গেছে। কবে সেগুলো মাঠে গড়াবে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভাইরাসের প্রকোপ কমে গেলে যত দ্রুত সম্ভব মাঠে নামতে চাইবে দলগুলো।
টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য এত তাড়াহুড়োর কিছু দেখছেন না। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও খেলোয়াড়দের সময় দিতে হবে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে হুটহাট করে নেমে পড়া যাবে না।
সর্বশেষ বাংলাদেশ মাঠের লড়াইয়ে নেমেছিল পাকিস্তানের বিপক্ষে। তিন দফা পাকিস্তান সফরের দুই ধাপ শেষ করতেই করোনার আক্রমণ। তারপর একে একে স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও অনিশ্চিত।
এতগুলো শিডিউল আটকা, শেষ করতে হলে তো পরিস্থিতি ঠিক হওয়ার পর দ্রুতই মাঠে নামতে হবে। কিন্তু ডোমিঙ্গো এমন ভাবনার পক্ষপাতী নন।
তিনি বলেন, ‘এটা ঠিক, আমরা জানি না কবে আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে। তবে সেটা শুরুর আগে আমাদের কিছুটা সময় নিতে হবে। মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হওয়ার দরকার আছে। তাড়াহুড়ো করে সিরিজ খেলতে নেমে গেলে তো হবে না।’
লকডাউনের এই সময়টায় ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন ক্রিকেটাররা। তবে মাঠের লড়াইয়ের জন্য যদি ঘরে অনুশীলন করলেই হতো, তবে তো বাইরে যাওয়ার দরকার ছিল না।
ডোমিঙ্গো খেলোয়াড়দের ফিটনেস নিয়েই বেশি দুশ্চিন্তায়। টাইগার হেড কোচ বলেন, ‘আপনারা যা-ই বলুন, এই সময়টায় সঠিকভাবে ফিটনেস ধরে রাখা সহজ নয়। তাই যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখনই সিরিজ খেলতে নেমে যাওয়া যাবে না। তার আগে পুরো দলকে কমপক্ষে এক সপ্তাহ প্র্যাকটিস ক্যাম্পে রাখতে হবে। এত বড় একটা বিরতির পর মানসিক ফিটনেসটাও গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে টেকনিক্যাল ব্যাপারও আছে।’
তিনি যোগ করেন, ‘বুঝতে হবে, খেলোয়াড়রা দীর্ঘদিন নেটে কিংবা ক্রিকেটের মধ্যে নেই। তাই বিরতির পর ছেলেদের মানসিক, শারীরিক এবং টেকনিক্যাললি ফিট করতে হবে। এজন্যই আমি বলছি তাড়াহুড়ো করে সিরিজ খেলতে নেমে গেলে হবে না।’