খবর২৪ঘন্টা ডেস্কঃ
নির্বাচনের আগেই অন্তত ৮০টি আসনে কঠিন চ্যালেঞ্জে পড়বে আওয়ামী লীগ। এসব আসনে সম্ভাব্য প্রার্থীদের শক্ত প্রতিপক্ষ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। বেশির ভাগ আসনে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এসব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতারা পাল্টাপাল্টি প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এক নেতা অন্য নেতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। প্রকাশ্যে সভা সমাবেশে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। এমনকি কেন্দ্র পর্যন্ত অভিযোগ নিয়ে আসছেন। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বলছেন, সাংগঠনিক জরিপ অনুযায়ী অন্তত ৮০টি আসনে এমন অবস্থা বিরাজ করছে।
এসব আসনে একক প্রার্থী ঠিক করা এবং প্রার্থী মনোনয়ন দেয়ার পর সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীকে বশে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০