বিনোদন,ডেস্ক: একই ফ্রেমে তিন জনপ্রিয় তারকা৷ কাকে ছেড়ে কাকে দেখবে দর্শক? বহুদিন পর টলিপাড়ায় আসতে চলেছে স্টার স্টাডেড মুভি৷ তিন সময়ের তিন অভিনেতা প্রসেনজিৎ, জিৎ এবং সোহমকে একই ছবিতে পেতে চলেছে সিনেপ্রেমীরা৷ ছবির নাম ‘বাঘ বন্দি খেলা’৷ চমক এখানেই শেষ নয়৷ এ ছবির পরিচালক একজন নন৷ তিনজনের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি৷ রাজা চন্দ, সুজিত মণ্ডল এবং হরনাথ চক্রবর্তী৷ ছবিতে তিনজন নায়ক থাকলেও তাঁরা একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন না বলেই জানা গিয়েছে৷
সম্প্রতি শুরু হয়েছে ছবির শ্যুটিং৷ সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছেন অভিনেতা জিৎ৷ এয়ারপোর্টে জিৎ দাঁড়িয়ে শ্রাবন্তী, সায়ন্তিকা এবং তিন পরিচালকের সঙ্গে৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে শেয়ার করেছেন জিৎ৷ অন্যদিকে শ্রাবন্তী এবং সোহমের শ্যুটিং সেটের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে৷ তিনটি গল্প নিয়ে একটি ছবির আইডিয়া যে সিনেপ্রেমীদের ভালো লাগবে তা বলাই বাহুল্য৷
তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি হবে এই ছবি৷ তিনটি গল্পের শিরোনাম নিয়েই ঠিক করা হয়েছে ছবির টাইটেল৷ প্রথম গল্পের নাম ‘বাঘ’৷ দ্বিতীয় গল্পের নাম ‘বন্দি’৷ এবং শেষ গল্পটি হল ‘খেলা’৷ তিনটি আলাদা গল্পকে পরিচালনা করবেন তিনজন পরিচালক৷ প্রথম গল্প ‘বাঘ’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা চন্দ৷ সেই গল্পের নায়ক নায়িকা হলেন জিৎ এবং সায়ন্তিকা৷ দু’জনের গল্প দিয়েই শুরু হবে সিনেমার প্রথম পর্ব৷ তাঁদের পর্বটি শেষ হবে একটি বিয়ের আসরে৷ সেখান থেকে শুরু হবে নতুন একটি গল্পের৷ অর্থাৎ ‘বন্দি’র৷ সোহম এবং শ্রাবন্তীর কেন্দ্র করে এগোবে এই কাহিনি৷ এই গল্পের পরিচালক সুজিত মণ্ডল৷
বিয়ের আসরের দৃশ্য থেকে শুরু হবে সোহম এবং শ্রাবন্তীর গল্প৷ যেখানে অথিতি হিসেবে উপস্থিত থাকবেন তাঁরা৷ বিয়েবাড়িতে ছবি তোলাটা সাধারণ ব্যাপার৷ কিন্তু এই সাধারণ ঘটনাই বিপদ হয়ে দাঁড়াবে তাঁদের জীবনে৷ ভুলবশত এমন কিছু ছবি সোহম এবং শ্রাবন্তী তুলে ফেলে যার কারণে এই জুটিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়৷ সেই বিপদ এমন চেহারা নেয় যে তাঁরা কলকাতা ছেড়ে বারাণসীতে গিয়ে গা ঢাকা দেয়৷ এই প্লটটিতে অভিনয় করেছেন ভরত কল৷ তিনি একজন সাংঘাতিক ভিলেনের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে৷ এবং একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০