নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে নিম্মন মধ্য আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় রাজশাহী মহানগরীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার মো: নূর-উর-রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর আলুপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান পিপিএম, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, সমাজসেবী শাহীন আক্তার রেনী, অতিরিক্ত ডিআইজি মো: মাসুদুর রহমান ভূঞা।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন ক্ষুধা-দারিদ্র্য ও মঙ্গাপীড়িত দেশ নয়। এদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১
সালের মধ্যে উন্নত- সমৃদ্ধ দেশে পরিণত হবে। সভায় বিভাগীয় কমিশনার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশে বলেন, ২০-২৫ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপি সেবা সপ্তাহের আয়োজনে সেবাপ্রাপ্তি নিশ্চিত করে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, শুধু সেবা সপ্তাহেই নয়, সারাবছর জনগণের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করলে আমাদের এ অর্জন অর্থবহ হবে। এ সময় সেবাসপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০