খবর২৪ঘণ্টা ডেস্ক:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার থেকে সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ৫০ গজের মধ্যেই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে মিয়ানমারের সেনারা। শুক্রবার শূন্যরেখার পাশে আরও অন্তত মিয়ানমারের ৩০০ নতুন সেনাকে টহল দিতে দেখা গেছে।
সীমান্তে সেনা উপস্থিতির ফলে সৃষ্ট উত্তেজনায় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বান্দরবানের ঘুমঘুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। এরপর রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আশ্বাসে বৈঠকটি শেষ হয়।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানিয়েছেন, সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিজিপির সঙ্গে ঘুমধুম পয়েন্টে পতাকা বৈঠক হয়েছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করায় আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করেছিলাম। তারা এতে সাড়া দেয়।
এদিকে বাংলাদেশ সীমান্তে বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে। শুক্রবার দুপুরের পর সীমান্তে বিজিবির অবস্থান জোরদার করা হয়। সেখানে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
খবর২৪ঘণ্টা/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০