চিরস্থায়ী বাকশালী শাসনব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের নীলনকশা অনুযায়ী দেশ চলছে।
রংপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জিএম কাদের আরো বলেন, ৭ জানুয়ারির নির্বাচন কোনো দিক দিয়েই গ্রহণযোগ্য হয়নি। জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতেই এতো নাটক সাজিয়েছে সরকার। জাপায় অর্ন্তদ্বন্দ্ব সৃষ্টি করতে সরকারের শীর্ষমহল থেকে দলের ভেতরে লোক কাজ করেছে বলেও অভিযোগ তোলেন তিনি।
সংসদের বিরোধীদলে কে থাকছে সে বিষয়ে নির্বাচিত এমপিদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০