বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করে হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (৯ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খন্দকার মোশাররফকে গত ৫ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার রাতে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করে হয়েছে। খন্দকার মোশাররফের জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার সার্বিক খোঁজখবর রাখছেন।
উল্লেখ্য, গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। টানা দুই মাস চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন বিএনপির এই নেতা।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০