অবরোধের আগের রাতে রাজশাহী নগরভবনের সামনে এক ঘণ্টার ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টার দিকে এ ককটেল বিস্ফোরণ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে নগরভবনের সামনে প্রথমে একটি ককটেল কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দশম দফায় অবরোধ ডেকেছে বিএনপি ।বুধবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হবে এই কর্মসূচি।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০