রাজশাহীর দুর্গাপুরে ৪০০ গ্রাম হেরোইন পাচার করার সময় এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৫।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫। গ্রেপ্তার মাদক কারবারির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি পুঠিয়া উপজেলার কানরা দুদুর মোড় এলাকার হায়াত আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি বিক্রি করার জন্য তার কাছে রেখেছিল। সেগুলো পাচার করার জন্য কৌশলে শাকের মধ্যে নিয়ে যাচ্ছিল। এর আগে ঢাকার তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা আছে। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০