রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ এ দুইটি সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে উপজেলা মিনি হলরুমে এ কমিটির বিলুপ্ত ঘোষনা করা হয়।
সভায় সাংবাদিক মিজান মাহীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির।
এ সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও সংগঠনের গঠনতন্ত্র মেনে আগামীতে কমিটি গঠন করা হবে।
এছাড়া সভার মাধ্যমে আগামীতে কমিটি কিভাবে হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম রসুল, সহ সভাপতি এস এম আমিনুল ইসলাম,
সাংবাদিক সমাজের সহ সভাপতি এস এম শাহাজামাল প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন,দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা তুষার,সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০