দরজায় কড়া নাড়ছে যুব বিশ্বকাপের নতুন আসর। আগামী ২০ মে আর্জেন্টিনায় শুরু হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল।
কোপা আমেরিকার শিরোপাজয়ী সেলেসাও যুবারা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে রাতেই নামছে প্রস্তুতি ম্যাচে।
ব্রাজিলের স্থানীয় ক্লাব বুটাফোগো অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা। বিশ্বকাপের আগে নিজেদের দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যেই এই অনুশীলন ম্যাচে মাঠে নামবে তারা। ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) শুরু হবে ম্যাচটি।
এর আগে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইরাক অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিলের যুবারা। ম্যাচের প্রথমার্ধে বেশ ভালো কিছু আক্রমণ করলেও সেগুলো থেকে গোল আদায়ে ব্যর্থ হয় ব্রাজিলের যুবারা। উল্টো এক গোল হজম করে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে সমতায় ফেরে লাতিন অ্যামেরিকার পরাশক্তির দলটি। ম্যাচের ৬০ মিনিটে ব্রাজিলকে ১-১ গোলের সমতায় ফেরান কেভিন। ম্যাচের বাকি সময়েও আক্রমণ চালালেও আর কোনো গোল করতে পারেনি বিশ্বকাপের হট ফেভারিটরা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
এদিকে আর্জেন্টিনায় শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘ডি গ্রুপে রয়েছে ব্রাজিলের যুবারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া, ইতালি এবং ডোমিনিকান রিপাবলিক।
আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ২১ মে। প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০