নওগাঁর মহাদেবপুরে বাংলা নববর্ষ বরণ উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে।
গত শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ বরণ উৎসব বর্ণাঢ্য র্যালী শেষে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, নওগাঁ জেলা পরিষদের সদস্য গোলাম নূরানী আলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুল হক বকুল প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-সামাজিক ও রাজনৈতিক সংগঠন বাংলা নববর্ষ বরণ ১৪৩০ উৎসব পালন করেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০