রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আর মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
রোববার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর মগবাজারের হলি ফ্যামেলি রেডক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাহাবুল হক। তিনি বলেন, গত ২৭ জুলাই লিভারে সমস্যা জনিত কারণে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় জন্ডিসে আক্রান্ত হলে তাকে রাজধানীর মগবাজারের হলি ফ্যামেলি রেডক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টা ৪০মিনিটে তিনি মারা যান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০