রাজশাহীর দুর্গাপুরে ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ফেব্রুয়ারি) দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী খেলা শেষে বিকেলে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সসহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস-চেয়ারম্যান বানেছা বেগম,দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেহেদুল হক।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিদুল হক।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০