রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ডিসেম্বর) বিকেলে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
সভায় থানার গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয় । সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরত্বারোপ করা হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদকবিরোধী অভিযান জোরদার করার কথা বলা হয়। সকলকে দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল), এএসপি ( ডিএসবি) ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জসহ থানার সকল অফিসার- ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০