রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সোয়া ১১টার দিকে রুয়েট সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই ছাত্রের নাম স্বাক্ষর সাহা। তিনি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলায়।
তার মেসের সহপাঠীরা জানান, স্বাক্ষর সাহা মেসে সিঙ্গেল রুমে থাকতেন। রাত ৩টার দিকে তারা একসঙ্গে আড্ডা দেন। সকালে সবাই একসঙ্গে খেলতে বেরোবেন এই আলোচনা করে রাত ৩টার পর যে যার মতো ঘুমাতে যান। সকাল ১১টার দিকে খেলতে যাওয়ার জন্য মেসের সহপাঠীরা স্বাক্ষরকে ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও তিনি সাড়া না দেওয়ায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বাক্ষরকে বিছানায় 'অস্বাভাবিক'ভাবে পরে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রুয়েটের প্রধান চিকিৎসক জানান, তারা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত নন। ধারণা করা হচ্ছে স্বাক্ষর সাহা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন৷ পোস্টমর্টেম রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। তার সারা শরীর ভালো করে পর্যবেক্ষণ করা হয়েছে, কোথাও কোনো আঘাত বা আত্মহত্যার নমুনা মেলেনি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০