গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘‘ নিশ্বাসের মত নিঃশ্বব্দে কৃষকদের মাঝে, বাড়ীতে বাড়ীতে শেখ হাসিনা অর্থ ও সুখ ঢুকিয়ে দিয়েছে। এই টাকা ঢোকার ফলে কৃষকদের জীবনের উন্নতি হয়েছে, ছাঁই হতে টুথপেষ্ট খালি পায়ে হতে স্যান্ডেল জুতা ধরেছে। তিনি বলেন, কৃষি এখন সম্মানিত পেশা, আজকের কৃষক মানে শিক্ষিত কৃষক, আজকের কৃষক মানে কৃষক মানে অসাম্মানিত পেশা না আজকের কৃষক মানে সম্মানিত পেশা উন্নত পেশা। উন্নত দেশে কৃষকদেরকেই সম্মানিত পেশা ধরে নেওয়া হয়। আমরাও সেদিকে চলে যাচ্ছি। তিনি ২০০৬ সালের বিএনপি জামায়াত সরকারের সময়ে সারের দাম উল্লেখ করে বলেন, ২০০৬ সালে ইউরিয়া সারের দামে ছিলো ২২ টাকা আজ তা ১৬ টাকা এতে একজন কৃষক বছরে ১০০ কেজি ব্যবহার করলে ৬০০ টাকা কৃষকের ঘরে ঢুকে গেছে। তেমনি ভাবে টিএসপি সারের দাম ছিলো ৭৫ টাকা এখান তা ২২ টাকা কেজি ৫৩ টাকা কমিয়ে একজন কৃষক বছরের ১০০ কেজি ব্যবহার করলে ৫ হাজার ৩০০ টাকা , ডিএপি সারের দাম ছিলো ৯০ টাকা এখন তা ২৫ টাকা হয়ে ৬৫ টাকা কম পেয়ে ৬৫০০ টাকা এমওপি সার ৬০ টাকা কেজি হতে ১৫ টাকা কেজিতে নেমে ৪৫ টাকা বেঁচে গিয়ে একজন কৃষক ১০০ কেজি ব্যবহার করলে ৪৫০০ টাকা কৃষকের ঘরে ঢুকে যাচ্ছে। আজকের কৃষক সুখে, আনন্দে আছে। লেখাপড়া করছে, আজকের কৃষক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সম্মানিত হচ্ছে এটি সমস্ত উপরে আল্লাহ নিচে শেখ হাসিনার কারণে হয়েছে।
সোমবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এখন আর আগের মত কার্তিক মাসের অভাব বোঝা যায় না। কৃষকদের ছেলে মেয়েদের অন্যর বাড়ীতে কাজ করতে হয় না। শার্ট প্যান্ট পড়ে স্কুলে যাই। আগে মানুষ তিন বেলা পেটপুরে ভাত খেতে পেত না, এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়েছে। এখন একবার চিন্তা করে দেখেন ২০০৬ সালে কেমন ছিলেন আর ২০১৮ সালে কেমন আছেন। আপনাদের আরো ভাল ও সুখি থাকতে হলে শেখ হাসিনাকে আকড়ে ধরে থাকতে হবে তবেই আমরা ভালো থাকবো।
তিনি বলেন, গত ৯ বছরে গ্রামীণ অর্থনীতিতে শেখ হাসিনা পরিবর্তণ এনেছেন। শেখ হাসিনা মধ্যম আয়ের দেশ হতে উন্নত রাষ্ট্রের ইউনেস্কো হতে স্বীকৃতি এনে দিয়েছে। ১৯৭৫ সালে যদি শেখ মুজিকে কিছু নষ্ট মানুষ হত্যা না করতো তাহলে ১৯৯০ সালের মধ্যে আজকের এই বাংলাদেশ পেতাম আর ২০১৮ সালে আজকের বাংলাদেশকে সিংঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রর মত পেতাম। তিনি সবার প্রতি আহ্বান জানান, আমি আপনাদের সাথে আছি থাকবো শেখ হাসিনার হাত ধরে আমরা একটি উন্নত সোনার বাংলাদেশে রুপান্তরিত হবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলী। সরবীজ বিতরণ অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলার ৩ হাজার কৃষকদের মাঝে মাথা পিছু ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ৫কেজি ধানের বীজ ও সেচচার্জের জন্য ৫০০ ও ১০০০ টাকা করে প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০