খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে টিম এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার মনির আহমেদ বলেন, ঢাকা থেকে টিম এসে ৯ ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো লাইনে তোলে। এরপর সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেস এরপর নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০