খবর২৪ঘণ্টা ডেস্ক: অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় আট বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সিমান্ত বাহিনী বিএসএফ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার গোবরাপাড়া এলাকা থেকে তাদের আটক করে ৬৪ নম্বর বেটেলিয়ানের জওয়ানরা।
পরে তাদের গাইঘাটা থানা পুলিশের হাতে তুল দেয় বিএসএফ। তাদের মধ্যে পাঁচ জন নারী ও তিন জন পুরুষ রয়েছে।
আটকদের জেরা করে ভারতীয় পুলিশ বলছে, দালাল ধরে চোরাইপথে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। বিভিন্ন রাজ্যে কাজে যাবার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তারা। শুক্রবার সকালে তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০