খবর২৪ঘণ্টা, ডেস্ক: আট দিনের মধ্যে যদি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন নির্বাচন ঘোষণা না করেন তাহলে ফ্রান্স, স্পেন ও জার্মানি স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গাইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে। এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে দেশ তিনটি। এ খবর দিয়েছে অনলাইন দ্য এক্সপ্রেস।
উল্লেখ্য, চার বছর ধরে ভেনিজুয়েলা কঠিন অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে দেশবাসী পর্যাপ্ত খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংস্থান করতে পারছে না। কঠিন এ অবস্থা থেকে মুক্তি পেতে দেশ ছেড়ে এরই মধ্যে কয়েক লাখ মানুষ অন্য দেশগুলোতে চলে গেছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। দেশের যখন এই অবস্থা তখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন হুয়ান গাইডো। এ মাসের শুরুতে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।
কিন্তু যে নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন তা ছিল জালিয়াতির ভোট বলে নতুন নির্বাচন দেয়ার জন্য তার ওপর আন্তর্জাতিক তীব্র চাপ ছিল। মাদুরোবিরোধী
বিক্ষোভ যখন তুঙ্গে ওঠে তখন বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন মধ্যমপন্থি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক পপুলার উইল পার্টির ৩৫ বছর বয়সী নেতা হুয়ান গাইডো। সঙ্গে সঙ্গে তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকার কিছু দেশ। এর বিরুদ্ধে অবস্থান নেয় রাশিয়া, চীন, তুরস্ক সহ আরো কিছু দেশ। কিন্তু কূটনীতির নতুন এক কৌশল অবলম্বন করেছে ফ্রান্স, স্পেন ও জার্মানি। তারা সরাসরি মাদুরোকে অস্বীকৃতি জানিয়ে হুয়ান গাইডোকে স্বীকৃতি দেয় নি। বরং তারা নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট স্বীকার করে নিয়ে নতুন একটি ফর্মুলা দিয়েছে। তার কাছে আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে। যদি তিনি তাতে ব্যর্থ হন তবেই হুয়ান গাইডোকে তারা প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, যদি আট দিনের মধ্যে নতুন নির্বাচন ঘোষণা করা না হয় তাহলে রাজনৈতিক প্রক্রিয়ার আলোকে আমরা হুয়ান গাইডোকে ভেনিজুয়েলার ‘প্রেসিডেন্ট ইন চার্জ’ হিসেবে স্বীকৃতি দেবো।
ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যের যেন প্রতিফলন ঘটেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচোজের কথায়। তিনিও মাদুরোকে অবাধ, স্বচ্ছ ও গণতান্ত্রিক একটি নির্বাচন দেয়ার জন্য আট দিনের সময় দিয়েছেন। যদি তা না হয় তাহলে স্পেনও একই পথ অবলম্বন করবে বলে জানিয়ে দিয়েছেন।
জার্মান সরকারের মুখপাত্র মার্টিনা ফেইটজ বলেছেন, যদি আট দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করা না হয় তাহলে আমরা হুয়ান গাইডোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবো, যিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়া ও কর্মকা- এগিয়ে নিতে পারেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০