খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাংলাদেশ সফরে আসছেন।
বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিড নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।
৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেবেন বিজয় কেশব গোখালে। গত মাসে প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দিল্লি সফর করেন। নির্বাচনী বছরে ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত জানুুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন বিজয় কেশব গোখালে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০