দেশের ৮১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পাঁচটি পৌরসভায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ৮১টি ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন হবে।
সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
৫টি পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০