খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:২০১৪ সালে ঘরের মাটিতে চরম এক লজ্জার শিকার হয়েছিলো ব্রাজিল। সে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের জালে গুণে গুণে সাতবার বল পাঠিয়েছিলো জার্মানরা। সে ঘটনার পর স্তব্ধ হয়ে গিয়েছিলো পুরো জারি। তবে সে ঘটনার পেরিয়ে গেছে চার বছর। ব্রাজিলিয়ানরাও কাটিয়ে উঠেছে এর শোক।
এখন সামনে এসেছে আরেকটি বিশ্বকাপ। সে শোক কাটিয়ে ভালো কিছু করার আশাই করছে সেলেকাওরা। এমনটাই জানা গেলো দলটির মিডফিল্ডার পাউলিনহোর কণ্ঠে।
বার্সেলোনার এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘আমাদের এবার আরো বেশি আত্মবিশ্বাস রয়েছে। বর্তমানে ব্রাজিল দলে সবকিছু যেভাবে চলছে তাতে এটা পরিষ্কার যে আমাদের আত্মবিশ্বাস এবার আরো বেশি। ব্রাজিল এবার অনেকভাবে প্রস্তুত রয়েছে। আর এটা (৭-১) শুধুই খেলার অংশ। চার বছরে আমরা অনেক কিছুই শিখেছি।’
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে রয়েছে পাওলিনহোর ব্রাজিল। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। পরে ২২ জুন কোস্টারিকা এবং ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে নিজেদের গ্রুপের পরের দুই ম্যাচ খেলবে ব্রাজিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০