খবর ২৪ ঘণ্টা:
বিকল্প ধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য নিয়ে গঠিত যুক্তফ্রন্ট সাত দফা প্রস্তুত করেছে। জাতীয় ঐক্য নিয়ে এই সাত দফা প্রস্তাব প্রণয়ন করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারায় সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদৌজ্জা চৌধুরীর বাসায় কিছুক্ষণের মধ্যে ওই সাত দফা চূড়ান্ত করতে বৈঠকে বসবে যুক্তফ্রন্ট।সন্ধ্যায় শুরু হওয়া বৈঠক সবাই না আসার কারণে এখনো শুরু হয়নি।
তবে ইতিমধ্যে বি.চৌধুরীর ছেলে মাহি বি.চৌধুরীর রুমে এসে পৌঁছেছেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান ও নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার।মাহি বি চৌধুরী এই প্রতিবেদককে বলেন, সবাই এখনও রাস্তায় রয়েছেন। সবাই পৌঁছালেই নির্ধারিত বৈঠক শুরু হবে।সূত্র : আমাদের সময়.কম
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০