খবর২৪ঘণ্টা ডেস্ক: তিউনিশিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে বেলজিয়াম। ওটক্রিটিয়ে এরেনায় আজ শনিবার তিউনিশিয়ার জালে গুণে গুণে ৫ গোল দিয়েছে লুকাকু-হ্যাজার্ডরা। বেলজিয়ানদের হয়ে সর্বোচ্চ ২ গোল করে করেছেন রোমেলু লুকাক ও ও দলের অধিনায়ক অ্যাডেন হ্যাজার্ড। আজ দিনের প্রথম ম্যাচে বেলজিয়াম যদি আরও ৪/৫টা গোল বেশি দিত তাহলে বিস্ময়ের কিছু ছিল না। অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেছেন বেলজিয়ান খেলোয়াড়রা।
বেলজিয়াম প্রথম গোলটি পায় ম্যাচের ৬ষ্ঠ মিনিটের মাথায়। পেনাল্টি থেকে গোল দিয়ে এগিয়ে দেন অ্যাডেন হ্যাজার্ড। প্রথম ম্যাচে পানামার বিপক্ষে খারাপ খেললেও এ ম্যাচে হ্যাজার্ড পুষিয়ে দেন সুদে আসলে। ম্যাচের ৫১ মিনিটের মাথায় দেন নিজের দ্বিতীয় গোল। এছাড়া বেলজিয়ামের হয়ে ২ গোল করেন রোমেলু লুকাকু। ছিল হ্যাটট্রিকের সম্ভাবনাও। লুকাকু পানামার বিপক্ষেও করেছিলেন দুই গোল। ম্যাচের ১৬ ও ৪৮ মিনিটের মাথায় তিন গোল দুটি করেন। আজকের ২ গোলসহ লুকাকুর নামের পাশে জ্বলজ্বল করছে চার গোল। রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় লুকাকুর সঙ্গে আছেন রোনালদো । তার গোলও ৪টি।
এছাড়া ঠিক ৯০ মিনিটের মাথায় দলের হয়ে পঞ্চম গোলটি করেন মিছি বাতশুয়াই। বেলজিয়াম ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লুকাকুরা। এর আগে তিউনিশিয়ার হয়ে ম্যাচের ১৮ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ডিলান ব্রন। অতিরিক্ত সময়ে গোল দিয়ে ব্যবধান কমান ওয়াহবি খাজরি। টানা দুই ম্যাচ হারের ফলে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ ছিটকে গেছে তিউনিশিয়া।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০