খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন ‘গণতন্ত্রকামী কর্মী’কে গুম করেছে সরকারি বাহিনী।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে টুইট বার্তায় বিএনপি নেত্রী এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ২০১৩’র ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছিল। আজও তারা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, বাবা-মা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই।
টুইটে তিনি এখনও নিখোঁজ সেই ১৯ জনের ছবিও প্রকাশ করেন।
চারদিন আগে আরেকটি টুইটে খালেদা বলেছিলেন, একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপরে মানুষ খাদ্য বঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০