নিজস্ব প্রতিবেদক : গত ৬ বছরের ধারাবাহিকতায় এবারো রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। এবার রাজশাহী বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন। এরমধ্যে ৯ হাজার ২০০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ও ৭ হাজার ২৭৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) এর ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন, রাজশাহী বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীস রঞ্জন রায়। ২০১৮ সালে মোট ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এরমধ্যে ৭ হাজার ৭৬৫ জন ছাত্রী ও ৬ হাজার ৮৭৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল। ২০১৭ সালে রাজশাহী বোর্ড থেকে ৩৭ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এরমধ্যে ২১ হাজার ২৩ জন ছাত্রী ও ১৬ হাজার ৬১০
জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল। ২০১৬ সালে মোট ৪০ হাজার ৪৭১ জন জিপিএ-৫ পেয়েছিল। এরমধ্যে ২১ হাজার ৮৭৬ জন ছাত্রী ও ১৮ হাজার ৫৯৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল। ২০১৫ সালে ৩৫ হাজার ৮৩ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছিল। এরমধ্যে ১৮ হাজার ৭১৮ জন ছাত্রী ও ১৬ হাজার ৩৬৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল। ২০১৪ সালে ২৩ হাজার ৬০৬ জন মোট জিপিএ-৫ পেয়েছিল। এরমধ্যে ১২ হাজার ১২২ জন ছাত্রী ও ১১ হাজার ৪৮৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল এবং ২০১৩ সালে ২০ হাজার ৫২৩ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছিল। এরমধ্যে ১০ হাজার ৪৩৬ জন ছাত্রী ও ১০ হাজার ৮৭ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০