খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: যুদ্ধ তাহলে সত্যিই শেষের পথে। সামরিক সীমারেখা পার করে অবশেষে হাত মেলালেন কিম জং উন ও মুন জে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি। শুক্রবার ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা। দেখা হতেই মুন জে কিমকে বললেন, “I am happy to meet you”, হাসলেন দু’জনেই।
দুই কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠকে যোগ দিতে এসেছেন উত্তরের নেতা কিম জং উন। তাঁকেই এদিন সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানালেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে ইন।
পিস হাউজে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে, মুন এবং কিম পানমুনজমে একটি প্লাজায় হেঁটে যান, সেখানে গার্ড অফ অনার পরিদর্শন করা হয় তাঁদের। আশা করা হচ্ছে আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির উপর আলোকপাত করা হবে।
আলোচনার পর এই দুই নেতা সীমান্ত এলাকায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে উভয় দেশের মাটি ও জল ব্যবহার করা হবে। তার পর মুন এবং কিম দ্বিতীয় দফা বৈঠক করবেন এবং উত্তর কোরিয় প্রতিনিধিদলের বিদায়ী অনুষ্ঠানে তাঁরা নৈশভোজে মিলিত হবেন।
মুন সরকার আশা প্রকাশ করেছে যে ছ’দশকেরও বেশি সময়ের এই অচলাবস্থার অবসান ঘটবে।
দুই দেশের এই বৈঠকের পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন কিম জং উন। ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবেন আমেরিকা ও উত্তর কোরিয়ার দুই ‘বর্তমান’ প্রেসিডেন্ট। কয়েক দশক ধরে দুই কোরিয়ার মিলিটারি সংঘাত জারি আছে। দুই দেশের সীমান্তে মোতায়েন লক্ষাধিক সেনা। সাবমেরিন, যুদ্ধজাহাজ নিয়ে রীতিমত টহলদারি চালায় দুই কোরিয়া। তবে শুধু কাগজে-কলমে নয়, আদতেই সংঘাত মিটে যাবে বলে আশা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০