ধূলি ঝড়ের প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎবিহীন অন্ধকারে ঢাকা ছিল রাজশাহী। আজ রোববার বিকেল পৌনে চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না নগরজুড়ে। কোন কোন এলাকায় পরীক্ষামূলক কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পুরো শহর অন্ধকারে ঢেকে যায়। শিক্ষানগর রাজশাহী অন্ধকারে পরিণত হয়। যদিও অন্যান্য দিনগুলোতে রাতের নগর আলো ঝলমলে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেসকোর পক্ষ থেকে বলা হয়, ধূলি ঝড়ের কারণে অনেক লাইনে সমস্যা থাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। লাইন ঠিক হতেই তারা নগরজুড়ে বিদ্যুৎ সরবরাহ দিয়েছেন।
এর আগে রোববার বিকেল পৌনে চারটায় ঝোড়ো হওয়া শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ধূলিঝড় শেষ হলেও বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যা নামলে অন্ধকারে ঢেকে যায় রাজশাহী। এভাবেই অন্ধকারের মধ্যে চলে প্রায় রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলে নগর জীবন। গ্রাহকরা বলছেন, ঝড়, বাতাস ও বৃষ্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ ধারা থেকে বের হয়ে আসা উচিত।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০