খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে ৫ উইকেটের দেখা পেলেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আরাফাত সানি। ফতুল্লায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বিপক্ষে ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এই ক্রিকেটার।
এদিন, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে খেলাঘর। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার রবিউল ইসলাম রবি। আর হাফসেঞ্চুরির দেখা পান অমিত মজুমদার ও ভারতীয় ব্যাটসম্যান আশোক মেনারিয়া।
আরাফাত সানি জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে।দুর্দান্ত ফর্মে থাকা সানির বোলিং অ্যাকশন নিয়ে বিশ্বকাপে প্রশ্ন তোলা হয়। পরে অ্যাকশন শুধরে ফিরলেও টাইগারদের জার্সিতে আর ফেরা হয়নি।মাঝে অবশ্য স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে মামলায় জড়িয়ে পড়েন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০