খবর২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: আজ বলিউডের সুলতান সালমান খানের ৫৩তম জন্মদিন। ১৯৬৫ সালের ২৭শে ডিসেম্বর ইন্দোর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। বুধবার (২৬শে ডিসেম্বর) দিনগত রাতে ভারতে মহারাষ্ট্রের পানভেলে নিজের খামারবাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ৫৩তম জন্মদিনের কেক কাটেন বলিউডের এ সুপারস্টার। এ সময় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পানভেলের খামারবাড়িতে উপস্থিত ছিলেনÑ অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মৌনি রায়, সুনীল গ্রোভার, ক্যাটরিনা কাইফসহ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। এর আগে ছোট বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিল শর্মার সঙ্গে জন্মদিনের কেক কাটেন সালমান। জন্মদিনে মা সালমা খান ও বাবা সেলিম খানের ভালোবাসায় সিক্ত হয়েছেন সালমান। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় এ অভিনেতার।
ওই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন সালমান। পরের বছর ১৯৮৯ সালে ‘ম্যায়নে পিয়ার কিয়া’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পান।
এ সিনেমায় নিজের দক্ষতার দেখিয়ে ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন ভাইজান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। এরমধ্যেÑ সাজান, হাম আপকে হ্যায় কৌন, কারণ আর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বজরঙ্গি ভাইজান, সুলতান প্রভৃতি উল্লেখযোগ্য।
খবর২৪ঘণ্টা/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০