খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সুবেদার যোগেন্দর সিং৷ আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে নামটি৷ তাওয়াংয়ের টুইন টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুবেদার যোগেন্দর সিং৷ মাত্র ২০ জন জওয়ানকে যোগেন্দর সিং এর সঙ্গে৷ চিনা বাহিনী সময় সুযোগ বুঝে হামলা করে তাদের ওপর৷ নেতৃত্ব দেন তিনি৷
মেশিনগান নিয়ে একা ৫০ জন চিনা সেনাকে খতম করেন৷ গুরুতর আহত অবস্থায় যোগেন্দর সিং কে নিজেদের হেফাজতে নিয়ে ফেলে চীন৷ হেফআজতেই মৃত্যু হয় তাঁর৷ পরবর্তীকালে ভারত তাঁকে পরমবীর চক্রে সম্মানিত করে৷
সেই নিয়ে প্রথমবার আসতে চলেছে বায়োপিক৷
রিলিজ করেছে ‘সুবেদার যোগেন্দর সিং’ পঞ্জাবি সিনেমার ট্রেলার৷ অভিনয় রয়েছেন গিপ্পি গ্রেওয়াল, অদিতি শর্মা, কুলবিন্দর বিল্লা, রোশন প্রিন্স৷ ছবির প্রযোজক সুমিত সিং৷ সিনেমাটি পরিচালক হিসেবে রয়েছেন সিমরজিৎ সিং৷ ছবিটি মুক্তি পাবে ৬ এপ্রিল৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০