খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ৫০০ কোটি টাকা করে মোট এক হাজার কোটি টাকার বন্ড ছাড়ছে বেসরকারি খাতের দুই ব্যাংক। আজ বুধবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি সূত্র জানিয়েছে, ঢাকা ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকা এবং যমুনা ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেয়া হয়েছে। উভয় ব্যাংকের এই বন্ড হবে অরূপান্তযোগ্য।
বন্ড দুইটি শুধু ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচ্যুয়াল ফান্ড এবং অন্য যোগ্য বিনিয়োগকারী কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ঢাকা ব্যাংকের বন্ডটি ৭ বছরে অবসায়িত হবে।
এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
অন্যদিকে, যমুনা ব্যাংক এই বন্ড ইস্যুর মাধ্যমে টায়ার টু ক্যাপিটাল বেজ এর শর্ত পূরণ করবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০