সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: উপজেলায় ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানির্ং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে জাতীয় পার্টি
(এ) থেকে আহসান হাবীব খোকন, আওয়ামীলীগ থেকে আশরাফুল আলম সরকার লেবু, গণফ্রন্ট থেকে শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা, গোলাম আহসান হাবীব মাসুদ, সোলেমান আলী। ভাইস চেয়ারম্যান (পুরুষ) আসদুজ্জামান মনি জাতীয় পার্টি (এ), স্বতন্ত্র প্রার্থী সফিউল ইসলাম, আল শাহাদত জামান, আব্দুর রাজ্জাক তরফদার, শওকত
আলী, সুরজীত কুমার সরকার, ফেরদৌস আমিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) হোসনে আর বেগম জাতীয় পার্টি, স্বতন্ত্র উম্মে সালমা, আল্পনা রানী গোস্বামী, ফেরদৌসী বেগম, হাফিজা বেগম কাকলী। নির্বাচন অফিস সূত্রে জানায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২৩ মে, মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ মে, প্রতীক বরাদ্দ ৩১ মে। আগামী ১৮ জুন এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০