ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী পরীমণি। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুখোশ’। আগামী ৪ মার্চ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি দেশব্যাপী মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।
সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করে ‘মুখোশ’-এর পরিচালক ও প্রযোজক ইফতেখার শুভ বলেন,করোনা সংক্রমণ হার নিম্নগামী হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণ হার এক বা দেড় শতাংশ করে কমছে, সে হিসাবে এ মাসের শেষ নাগাদ হয়তো এই হার ৫ শতাংশের নিচে নেমে আসতে পারে। সেজন্য ৪ মার্চ মুখোশ মুক্তির দিন ঠিক করেছি।
তিনি আরো জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশ পাবে।
পরিচালকের নিজের লেখা উপন্যাস পেজ নম্বর ফোরটি ফর’ অবলম্বনে তৈরি হয়েছে ‘মুখোশ’। এতে পরী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০