খবর২৪ঘন্টা ডেস্কঃ
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উঠিয়ে দিয়েছে পুলিশ। রোববার সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ অবস্থান কর্মসূচি শুরু করে। বেলা পৌনে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের উঠিয়ে দেয়৷ এ সময় সেখান থেকে চার আন্দোলনকারীকে আটক করে পুলিশ৷
আটকরা হলেন— রিয়ানা হক, সামিয়া, নাদিয়া, নদী ও জোবায়ের।
রমনা থানার এডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে৷ শাহবাগে একটি বড় হাসপাতাল আছে৷ এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক৷ আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ৬ বছর ধরে আমরা এই অহিংস আন্দোলন করে আসছি। আজ আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। তবে হঠাৎ পুলিশ আমাদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের চারজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আমরা জরুরি সভা ডেকেছি। সভা থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০