খবর২৪ঘন্টা ডেস্ক: বাংলাদেশে বিভিন্ন সময় সংঘটিত ব্লগার হত্যাকাণ্ডে জড়িত পলাতক চার জঙ্গি প্রসঙ্গে তথ্য সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
সোমবার বিভাগটির ফেইসবুক পেইজে এক পোস্টে ওই চারজনের ছবি প্রকাশ করে তথ্য জানাতে আহ্বান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-কমিশনার সাইফুল ইসলাম।
তিনি জাগো বলেন, ওই চারজন নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
বিভিন্ন সময় বাংলাদেশে সংঘটিত ব্লগার হত্যায় জড়িত গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে মেসেজ, ফোন অথবা Hello CT অ্যাপের মাধ্যমে কাউন্টার টেরোরিজম ইউনিটকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে। যে বা যারা তাদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করবেন তার পরিচয় সম্পূর্ণ গোপণ রাখা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজিব হায়দার ওরফে শোভনকে হত্যা করা হয়। ১৪ জানুয়ারি ব্লগার আসিফ মহিউদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা হয়। ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
একই কায়দায় হত্যা করা হয় মূলত ফেসবুকে লেখালেখি করা ওয়াশিকুর রহমানকে। একই বছরের ১২ মে সিলেটে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০