খবর ২৪ ঘণ্টা :
৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮ -এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।মঙ্গলবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।পিএসসি সূত্রে জানা গেছে, কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ হবে।৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পররাষ্ট্রে ২৫, পুলিশে ৭২, কর ক্যাডারে ২৪, ইকোনমিকে ৪৫, শুল্ক আবগারিতে ৩২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন নিয়োগ দেওয়া হবে।এ ছাড়া প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৫৬৮ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি সাধারণ কলেজে ৮৩৭ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সর্বমোট ১ হাজার ৯০৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।সূত্র : রাইজিং বিডি
খবর ২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০