বিমান বাংলাদেশ এয়ারলাইনস করোনাভাইরাসের কারণে তিনটি আন্তর্জাতিক রুটে আগামী ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল করেছে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাতিলকৃত ফ্লাইটটের যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০