বিএনপি নেতা শফিকুল ইসলাম হত্যা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন কারাগারে। গত ৩০ জুন দুপুরে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংষর্ষে উভয় পক্ষের দুই জন খুন হয়। এ ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষ রাজপাড়া থানায় দুইটি হত্যার মামলা দায়ের করেন। নিহত বিএনপি নেতা শফিকুল ইসলাম হত্যা মামলায় ১ নম্বার আসামী রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন।
নিহত দুইজন হলেন- দাশপুকুর এলাকার সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। জয়নাল রাজশাহী সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। আর নিহত শফিকুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন।
উক্ত মামলায় হাইকোর্টে জামিনের ছিলেন কামাল হোসেন। আজ ২৯ নভেম্বর স্থায়ী জামিনের জন্য সিএমএম আদালতে জামিন প্রার্থনা করেন কামাল হোসেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০