খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিসের ২৫ ইউনিটের পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর রূপনগর বস্তির আগুন।
ফায়ার সার্ভিস সদর অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাড়ে ১২ টার দিকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে ডাম্পিং ও কুলিংয়ের কাজ করছেন। এরপর তারা আগুনে পুড়ে যাওয়া ঘরের সংখ্যা ও ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন।
তিনি বলেন, আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এর আগে সকাল পৌনে ১০টায় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১৪টি ইউনিট যুক্ত করা হয়।
আগুন সম্পর্কে ফায়ার সার্ভিসকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বস্তির দক্ষিণ পাশে আগুন লাগে। পরে তা ধীরে ধীরে উত্তর পাশের দিকে অগ্রসর হয়ে ছড়িয়ে পরে। এসময় রাস্তার পাশে থাকা একটি বাড়িতেও আগুনের ধোঁয়া দেখা যায়।
বস্তির আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থলে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর আগস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দু’দফা অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০