৩৬টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রোসাভিয়েটসিয়া)।
বার্তা সংস্থা ইন্টারফেক্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ৩৬টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা দেশগুলো হলো- অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যাঙ্গুইলা, বেলজিয়াম, বুলগেরিয়া, দ্যা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, জিব্রাল্টার, গ্রীস, ডেনমার্ক, জার্সি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, সুইডেন ও এস্তোনিয়া।
বার্তা সংস্থাটি বলেছে, এই দেশগুলো থেকে ফ্লাইট রোসাভিয়েটসিয়া বা রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে পরিচালনা করা যাবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০