খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সরকার আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যাতে একটি আসন খালি রেখে যাত্রী পরিবহন করা যায় সেজন্য ৫০ শতাংশ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে আগামী ৩০ মে রেলওয়েতে একটি সভা হবে বলে জানান মন্ত্রী।‘সরকার এ বিষয়ে আরো কী নির্দেশনা দেয় সেটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,’ যোগ করেন তিনি।
এর আগে বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে জানান, সরকার সীমিত আকারে গণপরিবহন চালু রাখার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর২৪ঘন্টা/এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০