খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:৩০ বছর পর জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঙ্কফুর্ট। শনিবার রাতের ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে নিকো কোভাচের দল।
এদিন ম্যাচের প্রথমে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। ১১ মিনিটে আন্দ্রে রেবিচ দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। জসুয়া কিমিচের বাড়ানো পাস ডি-বক্সে পেয়েই প্রতিপক্ষের জালে জড়ান লেভানদোভস্কি।
এরপর ৮২ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। খেলার শেষ মুহূর্তে গোলের জন্য মরিয়া হয়ে বায়ার্ন গোলরক্ষক সভেন উলরিখও আক্রমণে উঠে যান। সেই সুযোগে শেষ মিনিটে পাল্টা আক্রমণে একা বল পায়ে ছুটে গিয়ে ফাঁকা জালে দলের তৃতীয় গোলটি করেন সার্বিয়ার মিডফিল্ডার গাসিনোভিচ।
তবে মজার ব্যাপারে হলো, নিকো কোভাচের অধীনেই আগামী মৌসুমে খেলবে বায়ার্ন। তাই পরাজয়ের মধ্যেও তৃপ্তির ঢেকুর তুলছে বায়ার্ন শিবির।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০