খবর২৪ঘণ্টা ডেস্ক: সব প্রতিকূলতা উপেক্ষা করে ধানের শীষের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘আগের রাতে ব্যালটে নৌকা মার্কায় সিল মেরে রাখার পরিকল্পনাসহ নানামুখী নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। বিরামহীন পুলিশি হয়রানি, মামলা দায়ের ও গ্রেফতার চলছে। তবুও ভোটার, ধানের শীষের সমর্থকদের দলের পক্ষ থেকে আহ্বান জানাব— আগামীকাল (রোববার) আলো আসবেই।’
শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান।
এ সময় তিনি কারাগার থেকে ভোট উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বার্তাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
খালেদা জিয়া আগের দিন বিকেল থেকেই ভোট কেন্দ্র পাহারা এবং রোববার ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়ানোর জন্য সবার প্রতি অুনরোধ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রাত পোহালেই নির্বাচন। অঙ্গীকার, প্রতিশ্রুতি বরখেলাপ করে জনগণের সঙ্গে প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতাসীনরা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে আছে। আর এজন্য তাদের সামনের বাধাগুলো সরিয়ে দিতে দ্বিধা করেনি। প্রথমে তারা সবচেয়ে বড় বাধা মনে করেছে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে। তাকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে। বন্দি করে এখন নানাভাবে জুলুম করা হচ্ছে।’
তিনি বলেন, ‘২০০৯ সালের পর থেকে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার আহাজারী নয়, অবৈধ শাসকগোষ্ঠী গোটা দেশটাকেই অনাচার-অবিচার-লুণ্ঠনের অভয়ারণ্য করে তুলেছে।’
রিজভী অভিযোগ করেন, ‘আগামীকালের নির্বাচন নিয়ে অবৈধ শাসকগোষ্ঠী নানা কায়দা-কানুন ও পরিকল্পনা করছে। তারা ময়ূরের সিংহাসন থেকে ছিটকে পড়ার ভয়ে এই কয়েকদিন রক্তাক্ত হামলায় সারা দেশকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। বিএনপির মিছিল ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর চালানোসহ সহিংস আক্রমণে তাদের রক্ত ঝরাচ্ছে।’
খবর২৪ঘণ্টা/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০