সংবাদ বিজ্ঞপ্তি :
৩০জুন আজ মহান সাঁওতাল বিদ্রোহের ১৬৪তম দিবস। ১৮৫৫ সালের এই দিনে সাঁওতাল সম্প্রদায়ের আত্মত্যাগকারী নেতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক সিধু মুর্মু ও কানু মুর্মু ব্রিটিশের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ শুরু করেন। এই দিবসটি যথাযথভাবে পালনের জন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নানা কর্মসুচি গ্রহন করেছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় নগরীর সিএন্ডবি মোড় থেকে শোভাযাত্রা । র্যালিটি শেষ হবে শিল্পকলা একাডেমিতে। সেখানে সিধু-কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। এরপর
শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হবে তীর নিক্ষেপ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে একাডেমির হলরুমে আলোচান সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ পিপিএম, রাজশাহী কবিকুঞ্জ এর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, আদিবাসী লেখক ও গবেষক
গাব্রীয়েল হাঁসদা, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা ও শিক্ষক ও আইনজীজীবী কামিল্লা বিশ^াস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন কালচারাল একাডেমির উপপরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০