খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ৩০৮ জন শিক্ষককে এমপিওভূক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার একই সঙ্গে ৩টি রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ এই রায় দেন বলে রিট আবেদনকারীদের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান।
তিনি জানান, রিটকারীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। ইতিমধ্যে রিটকারীদের প্রতিষ্ঠানের সবার বেতনের সরকারি অংশ (এমপিও) পেলেও তারা পাননি। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮৫ জন অনার্স-মাস্টার্স প্রভাষক এবং ২৩ সহকারী শিক্ষকের দায়ের করা ৩টি রিটের চূড়ান্ত— শুনানী শেষে এমপিও প্রদানের নির্দেশনা দিয়ে এই রায় প্রদান করেন হাইকোর্ট।
এদিকে অনার্স-মাস্টার্স শিক্ষকদের দায়ের করা দুইটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া দুটি রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটর্নি জেনারেলের দপ্তরে জমা হয়েছে। এর ফলে আগে যারা রিট করে পক্ষে রায় পেয়েছেন তাদের এমপিওভূক্তি নতুন করে অনিশ্চয়তায় পড়বে।
এমপিওভূক্তির বিদ্যমান নীতিমালায় ডিগ্রি শ্রেণিতে ২ জন করে শিক্ষককে এমপিওভুক্তির বিধান রয়েছে। অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির বিধান নেই বলে আইন কর্মকর্তারা জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০