খবর ২৪ঘণ্টা ডেস্ক: শ্রমিক বিরোধী আইনে ৩০২ ধারাসহ আট দফা দাবিতে আগামী ২৮ ও ২৯ অক্টোবর সিলেটসহ সারাদেশে পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শনিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত শ্রমিক সমাবেশে এ ঘোষণা দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উছমান আলী।
তিনি বলেন, শ্রমিকরা ফাঁসির দড়ি গলায় নিয়ে গাড়ি চালাবে না। এই কর্মসূচির আগে ২৭ অক্টোবরের মধ্যে আইন বাতিল না করলে ৯৬ ঘণ্টা কর্মবিরতিতে যাবে শ্রমিকরা। এরপরও আইন বাতিল না হলে রাষ্ট্রের ভাল-মন্দ বিবেচনা না করে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০