করোনা সংক্রমণ ঠেকাতে প্রথম ডোজের পর এবার গণহারে দ্বিতীয় ডোজের টিাকা মানুষকে দেওয়া হবে। আগামী ২৮ মার্চ থেকে সারাদেশে গণহারে দ্বিতীয় ডোজের টিাকার কার্যক্রম শুরু হবে। এতে এক দিনে এক কোটি করোনা টিকা দেওয়ার টার্গেট নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা।
চিঠিতে আরও বলা হয়, ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।
এর আগে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া কেন্দ্র করে জনসমাগম হয়। মানুষের আগ্রহ বেড়েছে টিকা নেওয়ার বিষয়ে। সে জন্য ২৮ মার্চে এক দিনে ১ কোটি টিকা দেওয়ার টার্গের নেওয়া হয়েছে। এবার টিকা কেন্দ্রের সংখ্যা বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০